সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পল্লী বিদ্যুতের দালালদের নামে মামলা দেওয়ার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

পল্লী বিদ্যুতের দালালদের প্রকাশ্যে নিয়ে এসে দুদকের মামলা দায়েরের দাবি জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ  মোহাম্মদ আলী।

বালিয়াডাঙ্গী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল বালিয়াডাঙ্গী জোনাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ  পেতে মিটার প্রতি ৭-৯ হাজার গুনতে হয়েছে দালালচক্রের পাল্লায় পড়ে। আমরা বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে গেলে গ্রাহকরা মুখের উপর বলে  দেয় টাকা দিয়ে বিদ্যুৎ নিয়েছি। আপনারা তো দেননি। ইউএনও খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জোনাল অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম।

এ সময় আবু আশরাফ মো. ছালেহ, আলী আসলাম জুয়েল, নাসিরউদ্দিন, আব্দুর রাজ্জাক, মাজহারুল ইসলাম সুজন, মাজেদুর রহমান, আলেয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর