শিরোনাম
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগ

ঘটনাস্থলে মেডিকেল টিম সংগ্রহ করেছেন নমুনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু এবং তিনজন অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে মৃতদের বাড়ি ও আশপাশের এলাকা থেকে গতকাল নমুনা সংগ্রহ করেছে চার সদস্যের এ টিম।  এর আগে সোমবার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের থেকেও নমুনা সংগ্রহ করেছেন এ টিমের সদস্যরা। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান অসুস্থদের সম্পর্কে জানান, তাদের অবস্থা এখন ভালো। আশা করছি সন্ধ্যায় (মঙ্গলবার) হাসপাতাল থেকে তাদের বাড়ি পাঠানো হবে। স্বাস্থ্য বিভাগ এলাকাটিকে নজরদারিতে রেখেছে। মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান সনগাঁও গ্রামের হাফিজুলের স্ত্রী মিনা। পরদিন একইভাবে আক্রান্ত হন হাজিরুলের স্ত্রী পশিনা। তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়। রবিবার ভোরে বাসায় মারা যান তিনি। পরে ওই পরিবারের আরও তিন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর