শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের চিকিৎসা সেবায় খালেদা জিয়ার আস্থা নেই : চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ সুচিকিৎসা পাচ্ছে। কিন্তু খালেদা জিয়া এ দেশে চিকিৎসা নিতে চান না। দেশের চিকিৎসাসেবার প্রতি তার কোনো আস্থা নেই। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী যদি দেশের চিকিৎসাসেবার প্রতি আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ কীভাবে রাখবে। গতকাল শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিকস ফোরাম ও ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শবনম জাহান এমপি। উপস্থিত ছিলেন মুনির চৌধুরী, সামসুন নাহার মহুয়া, তামান্না চৌধুরী, সামসুদ্দিন খান, আওলাদ হোসেন খান প্রমুখ। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পুষ্টিসেবা এবং ডায়াবেটিস, চোখ ও হাড় ক্ষয় পরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর