বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বন বিভাগের ২০ একর জমি উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের জাতীয় উদ্যান সদর রেঞ্জের গাছাবাড়ী বিটের ২০ একর জায়গার আনারস, কলা বাগান কেটে দখলমুক্ত করা হয়েছে। রবিবার থেকে গতকাল পর্যন্ত অভিযানে এ জায়গা উদ্ধার করা হয়। উদ্ধার জায়গায় শালবনের পরিবেশসম্মত টেকসই বাগান ও পশুখাদ্যের জন্য সুফল প্রজেক্টের বনায়ন করা হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, মধুপুরের গাছাবাড়ী বিটের চওড়া বাইদ ও শুকনপঁচা এলাকায় বনের জায়গা দখল করে আনারস, কলা, আদা, হলুদসহ নানা ফসল চাষ করে আসছিল স্থানীয়রা। বন বিভাগ এসব জায়গায় অভিযান চালিয়ে ২০ একর জায়গায় আনারস, কলা বাগান কেটে জবরদখল মুক্ত করেছে। উদ্ধার অভিযানে কমিউনিটি ফরেস্ট ওয়ার্কার, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিএমসি সদস্যরা অংশ নেন। সহকারী বন সংরক্ষক জামাল হোসেন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর