রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ত্যাগী কর্মীদের পক্ষে হাওয়া লেগেছে

বগুড়া বিএনপির নেতৃত্ব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ত্যাগী কর্মীদের পক্ষে হাওয়া লেগেছে

শুরু হয়েছে বগুড়া জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন। ১৪ বছর পর বগুড়া বিএনপিতে ইলেকশনের মাধ্যমে নেতা সিলেকসন করায় ত্যাগী ও দলের জন্য নিবেদিতদের মূল্যায়ন হতে শুরু করেছে। বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা যায়, ২০০০ সালে বগুড়ায় ব্যালটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচন কার্যক্রম শুরু হয়ে ২০০৬ সাল পর্যন্ত চলছিল। এরপর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির এই ইলেকশন মডেল থেমে যায়। এরপর চলতি বছর জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এই ইলেকশন প্রক্রিয়া আবার শুরু করেন। গত ১৩ মার্চ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর বিএনপির কমিটি গঠন হয়েছে। তালোড়ার ধানপুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটগ্রহণ করা হয়। তালোড়া পৌর বিএনপির সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে চার এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বগুড়া বিএনপি ঢেলে সাজাতে জেলা কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত বিলুপ্ত করে গোপন ভোটে প্রতিটি কমিটির শীর্ষ নেতা নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনাকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তালোড়া পৌর কমিটি নির্বাচনে তফসিল মোতাবেক ভোটার তালিকা (৭১ সদস্যবিশিষ্ট প্রতিটি ওয়ার্ড কমিটি) প্রকাশ, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি, জমা, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের এমপি গোলাম মো. সিরাজ নির্বাচিতদের নাম ঘোষণার সময় বলেন, ‘আমরা গণতন্ত্র বিশ্বাস করি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে ভোটারদের ভোটে নেতা নির্বাচন করার কাজ তালোড়া পৌরসভা থেকে শুরু হল। গোটা জেলার ২৪টি সাংগঠনিক ইউনিটে একই প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করা হবে। একই পদ্ধতিতে বিএনপির কমিটি গঠিত হবে সারা দেশে।

সর্বশেষ খবর