মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

কুষ্টিয়ায় সব এনজিওর কিস্তি বন্ধের নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত পালন করার ক্ষেত্রে খেটে খাওয়া মানুষের ভোগান্তি কমাতে জেলার সব এনজিওর ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে জরুরি সভার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি জানান তিনি। জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভোগান্তির স্বীকার হবেন। সেই ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব এনজিওর ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর