রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বগুড়ার গ্রামে জুয়ার আসর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশে করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্কের মধ্যেই বগুড়ার কাহালু থানার দামগাড়া গ্রামে চলছে জমজমাট জুয়ার আসর। কাহালু, নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানার জুয়াড়িরা প্রকাশ্যে বসিয়েছে এই আসর।  জুয়ার প্রভাবে ওই এলাকায় বেড়েছে চুরি-ছিনতাই। স্থানীয়রা জানান, দামগাড়া গ্রামে প্রকাশ্যে দিবালোকে বসে জুয়ার আসর। কালাই ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী এর নেতৃত্বে রয়েছেন। এ ছাড়া শিবগঞ্জ থানার ছাতুয়া গ্রামের সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জুয়া। সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা টাকা-পয়সা খুইয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতুয়া গ্রামে প্রতিদিন গড়ে ১০-১২ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা তাদের কাছে অসহায়। এর আগেও জুয়ার আসরের বিষয়ে প্রশাসনকে জানিয়ে প্রতিকার মিলেনি। এক বার পুলিশ জুয়ার আসর তুলে দিলেও পরবর্তীতে আবার বসায়। কাহালু-নন্দীগ্রামের সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলেই অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন- ‘পুলিশ সদস্যরা এ বিষয়ে সজাগ রয়েছে। প্রায়ই অভিযান পরিচালনা করা হয়।’ কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, থানা পুলিশ কঠোর অবস্থানে থাকায় এগুলো এখন আর নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর