মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাটিচাপায় শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের মুরখাগজ এলাকায়  করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে নূর ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নূর ইসলাম তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকার হানিফের ছেলে। তিনি মুরখাগছে তার শ্বশুরবাড়িতে থাকতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে দল  বেঁধে পাথর উত্তোলন করছিল একদল পাথর শ্রমিক। জাল টানার সময় হঠাৎ খাদে পড়ে যায় কয়েকজন। এ সময় নূর ইসলাম নদীর খাদের গভীর পানি থেকে উপরে না ওঠায় বাকিদের মাঝে সন্দেহ জাগে। তাৎক্ষণিক তারা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তেঁতুলিয়া ও পঞ্চগড় ফায়ার স্টেশনকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টার পর বিকেলে নদীর বালু কেটে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে খাদের উপরের মাটি ও বালির স্তূপ পড়তে থাকলে চাপা পড়ে যায় শ্রমিক নূর ইসলাম। মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভজনপুর ইউপি চেয়ারম্যান মকসেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান করতোয়া নদীতে পাথর আহরণ করার জন্য পানিতে ডুব দিলে বালির চাপায় নিহত হয় ওই শ্রমিক।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর