বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পঞ্চম দিনে খাদ্য সহায়তা পেলেন কয়েক হাজার হতদরিদ্র

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন  আয়ের শ্রমজীবী মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার সহায়তা। গতকাল পঞ্চম দিনে বিভিন্ন জেলায় কয়েক হাজার হতদরিদ্র খাদ্য সহায়তা পেয়েছেন। স্থানীয় প্রশাসনে পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে দেওয়া হয় এ সহায়তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মানিকগঞ্জ : হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রাহাত মালেক। ফরিদপুর : জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা কয়েকদিন ধরে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আলু, পিয়াজ, মরিচ, লবণ ও নগদ টাকা বিতরণ করেছেন। লক্ষ্মীপুর : জেলা সদরের খেটে খাওয়া ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এ কে এম শাহজাহান কামাল এমপির সহায়তায়। প্রায় ৫ হাজার পরিবারকে এভাবে সহায়তার পরিকল্পনা রয়েছে বলে জানান এমপি। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের এলাকায় দুস্থ ও শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল। এছাড়া পাকুন্দিয়ায় ১ হাজার  অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলার ৪ হাজার ১৭০ পরিবারকে সরকারের নির্দেশনা মোতাবেক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও। নরসিংদী : জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে চাল, ডালসহ খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তাদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সংগ্রহ করে এ সব খাবার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহায়তায় ১০০ প্রতিবন্ধীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ : অর্ধশত ঘাট শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ মাসুদ কামাল, মোবারক হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, কামরুজ্জামান টুকু প্রমুখ। এদিকে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি। সোনারগাঁওয়ে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমামের ব্যক্তিগত উদ্যোগে গতকাল কোনাবাড়ি পারিজাত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে ইমরান সরকার বাবু, জিয়া, রুবেল, আলামিন, শাহীনসহ ছাত্রলীগের অন্যরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কাকালিয়া বেদে পল্লীর ৬৫ পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে তাদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক। টঙ্গী :  টঙ্গী ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিস সরকারের ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আউচপাড়া হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএম হেলাল উদ্দিনের নেতৃত্বে তিন হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের ব্যক্তিগত উদ্যোগে চার হাজার দরিদ্র পরিবারকে খাদ্র সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। টঙ্গী স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন তিনটি ওয়ার্ডে এক হাজার রিকশাচালক ও দিনমজুরকে খাদ্য সহায়তা দিয়েছে। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর বাজারে গতকাল পৌর আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে অসহায় ও   দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন মুরাদ কবীর, আকবর আলী, সেলিম আজাদ, মোশাররফ হোসেন জয়, সিকদার জহিরুল ইসলাম জয়, আইয়ুব রানা প্রমুখ।

সর্বশেষ খবর