বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভবনসহ ৩৫ দোকান ও বসতঘর পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারী, গোপালগঞ্জ ও নেত্রকোনায় পৃথক অগ্নিকান্ডে স্কুল ভবন, ২০ দোকান ও ১৫ ঘর পুড়ে গেছে। এতে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-  বোয়ালমারী (ফরিদপুর) : গতকাল দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অগ্নিকা-ে ২০টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। গোপালগঞ্জ : গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মালোপাড়ার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এতে ছয়টি পরিবারের ১২টি ঘর পুড়ে যায়। এদিকে সকালে সদর পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। নেত্রকোনা : নেত্রকোনা পৌর শহরের মইনপুর এলাকায় মধ্যরাতে সিলিন্ডার লিকেজে তিন বসতঘর আগুনে পুড়েছে। এ বিষয়ে ফায়ার সাভিসের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মো. সায়দুল্লাহ জানান, আব্দুর রহমানের চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর