বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে রোগী কমছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

করোনাভাইরাস আতঙ্কে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী কমছে। আন্তঃবিভাগ ও বহির্বিভাগে হাতেগোনা কয়েকজন চিকিৎসাসেবা নিচ্ছেন। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগী বাড়বে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, সদর হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন এক থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিতেন। এখন করোনার আতঙ্কের কারণে প্রতিদিন ১০০-১৫০ রোগী সেবা নিচ্ছেন। আন্তঃবিভাগে সোমবার দুপুর পর্যন্ত রোগী এসেছেন ২০ জন। এরমধ্যে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। রোগী না থাকায় বেলা ১১টার পর থেকে বহির্বিভাগ ফাঁকা হয়ে যাচ্ছে। এ কর্মকর্তা আরও জানান, সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ইতালি ফেরত যুবক সুস্থ হয়ে উঠছেন। ওই যুবকের নমুনা দ্বিতীয়বার পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ ছিল। তৃতীয় বার হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠালে নেগেটিভ রিপোর্ট আসে। শেষবারের মতো ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রবিবার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর