শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

ন্যায্যমূল্যে সবজি কিনছে সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে বাজার ক্রেতাশূন্য হয়ে পড়া এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে কুড়িগ্রামে সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল জেলা সদরের কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ ও পৌরবাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের ৩০ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সিয়াম এ নুর, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান, সার্জেন্ট নাসিম হায়দার প্রমুখ।

ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সেনাবাহিনী প্রধান মহোদয়ের নির্দেশনায় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সবজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। এই পণ্য ক্রয়ের বিষয়টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর