রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি না মানায় শরীয়তপুরে আবারও মার্কেট বন্ধের ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি

মহামারী করোনাভাইরাসের ঝুঁকিতে আজ থেকে শরীয়তপুর জেলার সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শনিবার বিকালে জেলার করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার মার্কেটের পাশাপাশি বিভিন্ন বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনগণের সুবিধার্থে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট সীমিত আকারে খোলা থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।

সর্বশেষ খবর