বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরার মানবিক সহায়তা পেল আরও ১১০০ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি

বসুন্ধরার মানবিক সহায়তা পেল আরও ১১০০ পরিবার

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পটুয়াখালীর দশমিনায় খাদ্যসামগ্রী বিতরণ

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গতকাল দ্বিতীয় দিনে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী পেল পটুয়াখালীর দশমিনা উপজেলার আরও ১ হাজার ১০০ পরিবার। এ নিয়ে দুই দিনে ৩ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। গতকাল দশমিনা উপজেলা পরিষদ মাঠে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যক্তা, সমাজে নির্যাতিত ১ হাজার ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সোমবার একই ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১ হাজার এবং ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আর্থিক সহায়তায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমানের সার্বিক সমন্বয়ে দশমিনার মানুষ পেল মানবিক সহায়তা। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, লবণ ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি ও প্যাকেট দুধ ১টি। গতকাল সহায়তা বিতারণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন ও সমাজসেবী নাসির উদ্দিন সিকদার (সান্টু)।

সর্বশেষ খবর