শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভালুকায় ১০০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ১০০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামে পূর্বশ্ত্রুতার জেরে শ্তবর্ষী রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কয়েকশ’ মানুষ। এ বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,  হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামের সালাম সরকারের ছেলে আবু সাঈদ ও সাইফুল ইসলাম তাদের বাড়ির পাশ দিয়ে চলাচলকারী মানুষদের নানা কারণে বকাঝকা করেন। কিছুদিন আগে রাস্তাটিতে ইটের সীমানা প্রাচীর তুললে সরো হয়ে যায়। এতে ওই রাস্তায় রিকশা ও ভ্যান ছাড়া আর কোনো যানবাহন ঢুকতে পারে না। ভুক্তভোগী রুহুল আমিন বলেন, ‘এই রাস্তাটি আমার দাদার আমলের। এখান দিয়ে শ্ত শ্ত মানুষ ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা জানান, ‘বেশ কয়েক বছর ধরে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে শালিস-দরবার করেও ফয়সালা করা যায়নি। হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘রাস্তাটির বিষয়ে অনেকদিন আগে আমার কাছে স্থানীয়রা অভিযোগ করেছিলেন। তখন আমি সাইদ ও সাইফুলকে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষদের বাধা দিতে নিষেধ করেছিলাম। এখন নতুন করে কি হয়েছে- আমার জানা নেই। তবে কেউ বিচারপ্রার্থী হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ‘এটি আমার বাবার সম্পত্তি। এখান দিয়ে কাকে চলাচল করতে দিবো, কাকে দিবো না সেটি আমাদের ব্যক্তিগত বিষয়।’ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

সর্বশেষ খবর