নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে বক্তাবলী বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড ও ইটভাটার ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ সময় নদীর প্রায় তিন একর জমি দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া নদীর তীর ভরাট করে সেখানে নির্মিত বিপুল পরিমাণ ইট বিনষ্ট করা হয়। গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামালসহ অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, হাই কোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।