মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শিশু সদনের শিক্ষার্থী হত্যা, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের রহমাতিয়া শিশু সদনের হেফজখানার শিক্ষার্থী শেখ হাসিবুল ইসলাম (১০) হত্যাকান্ডে  জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওই শিশু সদন থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- শিশু সদনের আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেন (৬০) ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৫)। পুলিশ জানায়, রবিবার রহমাতিয়া শিশু সদনের কম্পাউন্ডের ভিতর থেকে হাসিবুরের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাত ও গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত দেখা গেছে। এ ঘটনায় হাসিবের মা মোরেলগঞ্জের বারইখালী গ্রামের সোবাহন শেখের স্ত্রী তছলিমা বেগম রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।  

বাগেরহাটের পুলিশ সুপার পংকজচন্দ্র রায় বলেন, হত্যাকান্ডে  ব্যবহৃত একটি গামছা ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর