সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিয়ালের কামড়ে আহত অর্ধশতাধিক

আতঙ্কে রাত জেগে পাহারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার তাজপুর গ্রামের বসতবাড়ি গিয়ে দুটি শিয়াল কিছু বুঝার আগেই নারী-পুরুষ শিশুকে কামড়িয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামবাসী মিলে দুটি শিয়ালের মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের মধ্যে ৩২ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবাই একই গ্রামের বলে জানা গেছে। ওই রাত থেকে শিয়াল আতঙ্কে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। সদর হাসপাতালের ততত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, শিয়ালের কামড়ে আহত ৩২ জনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন টিকা নিয়েছেন।

বাকিদের জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর