শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনতার আদালতে তিন হুদার বিচার হবে : দুলু

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনতার আদালতে তিন হুদার বিচার হবে। একটি দেশের গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সুসংহত হয়, কিন্তু বর্তমান নির্বাচন কমিশনারকে সরকার কলুষিত করেছেন। আজ জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের মত প্রকাশের স্বাধীনতাটুকুও কেড়ে নেওয়া হয়েছে।

গতকাল নাটোর শহরে জেলা বিএনপির কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপি আয়োজনে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। দুলু আরো বলেন, নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনার ধ্বংস করেছে। দেশে গণতন্ত্র বলে কিছুই নেই। জনগণ ভোট দেওয়ার আগে ভোট হয়ে যায়। আজ দেশের মানুষ তাদের গণতন্ত্র অধিকার ফিরিয়ে পেতে চায়।

সর্বশেষ খবর