বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চা বাগানের ঝিলে পাখির আবাস

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

চা বাগানের ঝিলে পাখির আবাস

চারপাশে টিলায় চায়ের বাগান। মাঝখানে সমতলে ঝিল। ঝিলের পানিতে ফুটেছে লাল শাপলা। হয়েছে মাছ চাষ। টিলা থেকে ঝিলের পাড় পর্যন্ত নেমে এসেছে চা গাছ। এই ঝিলেই স্থায়ী আবাস গড়ে তুলেছে নানা জাতের দেশীয় পাখি। শীত মৌসুমে এদের সঙ্গে যোগ দেয় পরিয়ায়ী পাখিরা। চা বাগানের সবুজের সমারোহের সঙ্গে পাখির কিচিরমিচির ডাকে আরও মনোমুগ্ধ হয়ে উঠেছে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের পরিবেশ। সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ জানান, মূলত এই ঝিলে কিছু মাছ ছাড়া হয়েছিল। মালিক পক্ষের লোক যখন বাগানে আসেন, তখন তারা সখ করে ঝিলে বড়শি দিয়ে মাছ শিকার করেন। গত ৪-৫ বছর ধরে ঝিলে পাখি এসে আবাস গেড়েছে। এখন সারা বছরই এখানে পাখি দেখা যায়। শীত মৌসুম এলে বেড়ে যায় পাখির সংখ্যা। সারা দিন পাখিদের কলকাকলিতে বাগানে অন্য রকম আবহ সৃষ্টি করে। সরজমিনে দেখা যায়, বাগানের ৯, ১০ ও ১১ নম্বর সেকশনের টিলায় সবুজ চায়ের বাগান। তিন টিলার মাঝখানে প্রায় ১০ একর আয়তনের একটি ঝিল। ঝিলের অর্ধেক পানিতে ফুটেছে লাল শাপলা।

সর্বশেষ খবর