বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
দিনাজপুরে মানববন্ধন

প্রতিমা ভাঙচুরে জড়িতদের গ্রেফতার ও সাজা দাবি

দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর সাজার দাবিতে বুধবার দিনাজপুরে মানববন্ধন ও মিছিল করেছে সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখাসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনের বক্তারা চিরিরবন্দরের ঐতিহ্যবাহী চিবুকা মন্দিরসহ গত তিন দিনে কয়েক গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় ছয়টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের আটক এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রতন সিং, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায় প্রমুখ।

সর্বশেষ খবর