সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

অবৈধ দখলদার উচ্ছেদ

জেলা শহরের রেলক্রসিং এলাকার উত্তর পাশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকার রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আতিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। -গাজীপুর প্রতিনিধি

ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় আসামি সভাপতিসহ ২৭

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় একপক্ষ মামলা করেছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, সাগর সিদ্দিকীর মানিব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে রনি। গতকাল বিকালে আহতের চাচাতো ভাই সোহেল সিদ্দিকী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রার্থীদের মতবিনিময়

নরসিংদীতে মেয়র ও কাউন্সিলর  প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী সদর ও মাধবদী পৌরসভায় নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কার্যালয়ের উদ্যোগে গতকাল বিকালে শিশু একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। -নরসিংদী প্রতিনিধি 

ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারের দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজগর হাজী ওয়াক্ফ এস্টেটের বেদখলকৃত সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় আটটি মসজিদের কমিটি ও মুতাওয়াল্লিদের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর