শিরোনাম
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন এসিল্যান্ড নিশাত তামান্না। অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত অপর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। জানা গেছে, উপজেলার গাজীপুর বন্দরে ১৯৭০ সালে উপজেলা ভূমি অফিস সাত একর জমি সরকারি স্থাপনা ও বন্দর উন্নয়নের জন্য অধিগ্রহণ করে। ওই বন্দরের ব্যবসায়ীরা দোকান ঘর নির্মাণের জন্য ১২৬টি বন্দোবস্তের আবেদন করেন। উপজেলা ভূমি অফিস এ পর্যন্ত ৮৯ জন ব্যবসায়ীকে আধা শতাংশ করে মোট সাড়ে ৪৪ শতাংশ জমি বন্দোবস্ত দিয়েছেন। ওই হিসেবে সাড়ে ৪৪ শতাংশ জমির রাজস্ব পাচ্ছেন সরকার। অবশিষ্ট ৬ একর সাড়ে ৫৫ শতাংশ জমি বে-দখল অবস্থায় পড়ে থাকে। ওই জমির কোনো হদিস পাচ্ছে না উপজেলা ভূমি অফিস। এ ছাড়া সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে খাস জমি স্থানীয় ভূমি খেকোরা জোরপূর্বক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি নির্মাণ করেছেন। এভাবে জমি দখল করে নেওয়ায় গত ৫০ বছরে সরকার কোটি টাকার রাজস্ব হারিয়েছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে টনক নড়ে উপজেলা প্রশাসনের। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না বলেন, গাজীপুর বন্দরের তিনটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে ওই বাজারের সব সরকারি খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি সরকারের দখলে নেওয়া হবে।

সর্বশেষ খবর