মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ডও দেওয়া হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের লুৎতু, শরীফ, সোরাব, মুসলিম, নূরুন্নাহার ও জোসনা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আল আমিন করিমগঞ্জ থানায় তার বোন রুবাকে হত্যা করা হয়েছে মর্মে একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার ১৫ দিন আগে একই গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে শামীমের সঙ্গে তার বোন রুবার বিয়ে হয়। শামীম তার দাদা-দাদির অসিয়ত রক্ষার্থে অনিচ্ছা সত্ত্বেও রুবাকে বিয়ে করেন। ৩ জুন রাত সোয়া ১টার দিকে শামীম তার ঘরে গিয়ে স্ত্রীকে না পেয়ে বিষয়টি আল আমিনকে জানান।

 পরে রাত পৌনে ২টার দিকে শামীমের বাড়ির পেছনে একটি ছোট ডোবায় রুবার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে আল আমিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় শামীমসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামি শরীফ তার বোন তানিয়াকে শামীমের সঙ্গে বিয়ে দিয়ে তার সম্পত্তি হাতড়ানোর পরিকল্পনা করেন। এ পরিপ্রেক্ষিতে শরীফ ও তার ভগ্নিপতি লুৎতুসহ অন্যরা পরস্পর যোগসাজশে রুবাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী। পুলিশ তদন্ত শেষে ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শামীমকে খালাস দেওয়া হয়।

সর্বশেষ খবর