আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় দিনরাত সমানতালে প্রচারণার কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার মেয়র পদে নির্বাচন দ্বিমুখী। নির্বাচনে আমেজ বা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান তারা। ভোট কামনায় কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় বিরামহীন কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার নির্বাচনে উৎসাহ ও আমেজ বাড়ছে। মাঠেঘাটে চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সরেজমিনে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক হ্যালোবাইক চালক বলেন আমি গরীব মানুষ নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর প্রচারণা করে থাকি। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থীর ধানের শীষের প্রচার করার সময় আমাকে মারধর করে ব্যাটারি নিয়ে গেছে। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় অভিযোগ করে বলেন তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না। লাগানোর পর উধাও হয়ে যায়। আমার দলের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মাইকিং করতে গেলে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে । সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই গত দুবারের মতো এবারও মেয়র নির্বাচিত হবো। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমার দলে কোনো কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থীও নেই। তাই আশা করছি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের জন্য এবার ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবেন। সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। সব প্রার্থী সুন্দর ও শান্তিপূর্র্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগও করেনি। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।
শিরোনাম
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
সিংগাইরে হবে দ্বিমুখী লড়াই
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর