আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় দিনরাত সমানতালে প্রচারণার কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার মেয়র পদে নির্বাচন দ্বিমুখী। নির্বাচনে আমেজ বা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান তারা। ভোট কামনায় কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় বিরামহীন কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার নির্বাচনে উৎসাহ ও আমেজ বাড়ছে। মাঠেঘাটে চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সরেজমিনে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক হ্যালোবাইক চালক বলেন আমি গরীব মানুষ নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর প্রচারণা করে থাকি। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থীর ধানের শীষের প্রচার করার সময় আমাকে মারধর করে ব্যাটারি নিয়ে গেছে। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় অভিযোগ করে বলেন তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না। লাগানোর পর উধাও হয়ে যায়। আমার দলের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মাইকিং করতে গেলে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে । সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই গত দুবারের মতো এবারও মেয়র নির্বাচিত হবো। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমার দলে কোনো কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থীও নেই। তাই আশা করছি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের জন্য এবার ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবেন। সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। সব প্রার্থী সুন্দর ও শান্তিপূর্র্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগও করেনি। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
সিংগাইরে হবে দ্বিমুখী লড়াই
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর