আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় দিনরাত সমানতালে প্রচারণার কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার মেয়র পদে নির্বাচন দ্বিমুখী। নির্বাচনে আমেজ বা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান তারা। ভোট কামনায় কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় বিরামহীন কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার নির্বাচনে উৎসাহ ও আমেজ বাড়ছে। মাঠেঘাটে চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সরেজমিনে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক হ্যালোবাইক চালক বলেন আমি গরীব মানুষ নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর প্রচারণা করে থাকি। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থীর ধানের শীষের প্রচার করার সময় আমাকে মারধর করে ব্যাটারি নিয়ে গেছে। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় অভিযোগ করে বলেন তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না। লাগানোর পর উধাও হয়ে যায়। আমার দলের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মাইকিং করতে গেলে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে । সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই গত দুবারের মতো এবারও মেয়র নির্বাচিত হবো। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমার দলে কোনো কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থীও নেই। তাই আশা করছি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের জন্য এবার ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবেন। সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। সব প্রার্থী সুন্দর ও শান্তিপূর্র্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগও করেনি। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে