আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় দিনরাত সমানতালে প্রচারণার কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার মেয়র পদে নির্বাচন দ্বিমুখী। নির্বাচনে আমেজ বা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান তারা। ভোট কামনায় কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় বিরামহীন কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার নির্বাচনে উৎসাহ ও আমেজ বাড়ছে। মাঠেঘাটে চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সরেজমিনে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক হ্যালোবাইক চালক বলেন আমি গরীব মানুষ নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর প্রচারণা করে থাকি। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থীর ধানের শীষের প্রচার করার সময় আমাকে মারধর করে ব্যাটারি নিয়ে গেছে। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় অভিযোগ করে বলেন তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না। লাগানোর পর উধাও হয়ে যায়। আমার দলের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মাইকিং করতে গেলে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে । সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই গত দুবারের মতো এবারও মেয়র নির্বাচিত হবো। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমার দলে কোনো কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থীও নেই। তাই আশা করছি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের জন্য এবার ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবেন। সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। সব প্রার্থী সুন্দর ও শান্তিপূর্র্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগও করেনি। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে