আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় দিনরাত সমানতালে প্রচারণার কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার মেয়র পদে নির্বাচন দ্বিমুখী। নির্বাচনে আমেজ বা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান তারা। ভোট কামনায় কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়ালেও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় বিরামহীন কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলেছেন সিংগাইর পৌরসভার নির্বাচনে উৎসাহ ও আমেজ বাড়ছে। মাঠেঘাটে চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সরেজমিনে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক হ্যালোবাইক চালক বলেন আমি গরীব মানুষ নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীর প্রচারণা করে থাকি। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থীর ধানের শীষের প্রচার করার সময় আমাকে মারধর করে ব্যাটারি নিয়ে গেছে। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় অভিযোগ করে বলেন তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না। লাগানোর পর উধাও হয়ে যায়। আমার দলের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মাইকিং করতে গেলে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে । সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই গত দুবারের মতো এবারও মেয়র নির্বাচিত হবো। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমার দলে কোনো কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থীও নেই। তাই আশা করছি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের জন্য এবার ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবেন। সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫জন, পুরুষ ভোটার হচ্ছেন ১১ হাজার ১২০ জন। সব প্রার্থী সুন্দর ও শান্তিপূর্র্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগও করেনি। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
সিংগাইরে হবে দ্বিমুখী লড়াই
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর