মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাড়তি দামে সেচের পানি ভোগান্তিতে কৃষক

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

বাড়তি দামে সেচের পানি ভোগান্তিতে কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সর্বত্র চলতি মৌসুমে বোরো ধান রোপণ শেষ হয়েছে। চারদিকে সবুজের সমাহার। যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এদিকে স্থানীয় কৃষকরা জমির পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করলেও এ মৌসুমে জমি আবাদে অতিরিক্ত মূল্যে সেচ পানি দেওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা জানায়, বোরো আবাদে জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন, রোপণসহ পরিচর্যায় প্রচুর পানির প্রয়োজন হয়। সেই পানির জোগান দিতে হচ্ছে ভূগর্ভস্ত, খাল, বিল ও নদী থেকে। এ উপজেলার প্রায় ৯০ ভাগই জমি আবাদে সেচের উপর নির্ভর হওয়ায় অতিরিক্ত মূল্যে সেচ পানি ক্রয় করতে হয় কৃষকদের। ফলে উপজেলার সর্বত্র চলছে জমিতে পানি বিক্রির এক রমরমা ব্যবসা। সেচ মালিকরা নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। স্থানীয় কৃষকরা জানায়, গত বছর এক বিঘা জমিতে সেচ দিতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ছিল।

সর্বশেষ খবর