চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার স্থগিত হওয়া ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আর উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন মর্দানা এলাকার মানুষ। বিষয়টি এলাকাবাসীসহ একজন কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনে জানানোর পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গত ২৩ মার্চ একপক্ষ এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোয় থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়। এসব নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক কথায় ওই চক্রের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
সাধারণ মানুষের শঙ্কা, এ নির্বাচনকে কেন্দ্র করে আবারও রক্তপাতের ঘটনা ঘটতে পারে।
তাই নির্বাচনে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটসহ র্যাব ও বিজিবি মোতায়েনের দাবি এলাকাবাসীর।