শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সিঁধ কেটে ঘরে ঢুকে মায়ের মুখ চেপে শিশু চুরি

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে মায়ের মুখ চেপে ধরে জুনায়েদ নামে দুই মাসের এক শিশুকে চুরি করা হয়েছে। গতকাল ভোররাতে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে।

জুনায়েদ ওই গ্রামের ট্রাকচালক আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। শিশুর মা কল্পনা আক্তার জানান, স্বামী ট্রাক চালাতে যাওয়ায় তিনি শিশুকে নিয়ে একা ঘুমিয়েছিলেন। ভোররাতে দুই চোর সিঁধ কেটে ঘরে ঢোকে। এ সময় তিনি সজাগ হয়ে শিশুকে কোলে নিতেই একজন চোর গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়।             -টাঙ্গাইল প্রতিনিধি

 

শাল্লার ঘটনায় মামলা করলেন পোস্টদাতা ঝুমনের মা

শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনায় আদালতে মামলা হয়েছে। ফেসবুক পোস্টদাতা ঝুমন দাশের মা নিভা রানী গতকাল সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলার আরজিতে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ২ হাজার অজ্ঞাত আসামি রাখা হয়েছে।  গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দল ছিলেন, সুজিত রায় নন্দী, আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল।               -সুনামগঞ্জ প্রতিনিধি

 

যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আলমগীর ভুইয়া (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা আরও চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় গতকাল দুপুরে ঘটে এ ঘটনা। নিহত আলমগীর ভুইয়া গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার আবদুল হকের ছেলে। এদিকে রূপগঞ্জের মাসুমাবাদ দিঘীরপাড় এলাকা থেকে গতকাল সুমন (৩৬) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গাজীপুরের কোনাবাড়ী হাউজিং এলাকায় ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে ঝুলন্ত অবস্থায় নারী পোশাক শ্রমিক যূথী আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।               -গাজীপুর ও রূপগঞ্জ প্রতিনিধি

 

শিক্ষার্থীকে মারধর, অধ্যক্ষ গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন- আশুলিয়ার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আকরাম হোসেন ও তার ভাই শিক্ষক আবদুর রহমান নবী। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই মাদরাসার শিক্ষার্থী সাইফুল রহমানকে (১৮) মারধর করে অধ্যক্ষ আকরাম হোসেন ও আবদুর রহমান। এ ঘটনায় সাইফুলের বাবা বাগেরহাটের শরণখোলা থানার উত্তর কদমতলা গ্রামের খলিলুর রহমান আশুলিয়া থানায় মামলা করেন। রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ।            -সাভার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর