বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ফেনসিডিল বিক্রির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধারকৃত ২৪৮ বোতলের মধ্যে ৮৮ বোতল ফেনসিডিল বিক্রির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা তদন্তে নেমেছেন বগুড়া পুলিশ সুপার। তদন্ত শুরুর পর গতকাল মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই দিন নতুন দায়িত্বে যাচ্ছেন সার্কেল এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি বরিশাল পুলিশ বিভাগে সংযুক্ত হবেন। -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

মুক্তিযোদ্ধার দুই ছেলেকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধার দুই সন্তানকে চাপাতি দিয়ে কুপিয়ে নগদ টাকা লুটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ঘটে এ ঘটনা। মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের ছেলে হাবিবুল্লাহ খোকন জানান, গতকাল সকালে তাদের প্রতিবেশী আসাদ, ফজর আলীসহ আরও কয়েকজন মিলে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি বসাচ্ছিলেন। এতে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে তার ছোট ভাই মহিউদ্দিন খুঁটি সরিয়ে রাস্তার এক পাশে বসাতে বলেন। তারা নিষেধ না শুনে খুঁটি সেখানেই বসালে মহিউদ্দিনের সঙ্গে তাদের বাগ্বিতন্ডা হয়। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

হাত-পা ও মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় একটি পুকুরপাড়ের কাছে একটি কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো বেল্টসহ জিন্সের প্যান্ট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, সকাল ৯টার দিকে স্থানীয়রা ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা, মাথাবিহীন লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর