শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাস্তা দখল করে বসতভিটা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে সরকারি রাস্তা দখল করে বসতভিটা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা রাস্তা উদ্ধারের জন্য সরকারের বিভিন্ন দফতর ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না। স্থানীয়রা জানান, ব্রাহ্মণপাড়িল গ্রামে সরকারবাড়ী হয়ে চেলাবাড়ী লিংকরোড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দখল করে স্থানীয় কয়েক ব্যক্তি বাড়ি বানিয়ে বসবাস করছেন। এ ছাড়া রাস্তার একাংশ কেটে পুকুর তৈরি ও অন্যপাশে পোল্ট্রি ফার্ম গড়ে তুলে পরিবেশ নষ্ট করছে। একমাত্র রাস্তাটি দখলের ফলে বাড়ি থেকে বের হতে এলাকার লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় আমিন মিয়া বলেন, রাস্তাটি দখলমুক্ত করলে অনেক মানুষের দুর্ভোগ কমে যাবে। সাবেক ইউপি সদস্য মুন্নান মিয়া বলেন, ‘রাস্তা দখল করে বসতভিটা তৈরির কারণে কয়েকটি বাড়ির লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দখলমুক্ত করা খুব জরুরি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর