শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বস্তির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ১০

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর কেরানির টেক (রেলওয়ে) বস্তির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। তার মধ্যে গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী কেরানির টেক বস্তিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কয়েক দিন ধরে সেখানকার একটি ক্লাবঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন ওই ক্লাবঘরে ঢুকে বস্তির লোকজনকে মারধর করে বের করে দেন এবং ক্লাবে নতুন তালা লাগিয়ে চলে যান। এ ঘটনায় মঙ্গলবার রাতেই বস্তিবাসী থানায় অভিযোগ দেন।

এতে ক্ষুব্ধ হয়ে তারা বুধবার রাতে দলবল নিয়ে বস্তিতে হামলা চালান। এ সময় মসজিদের মাইকে বস্তিবাসীদের রক্ষার জন্য ঘোষণা দিলে বাসিন্দারা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালান। তখন দুই পক্ষে সংঘর্ষ বাধে। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর