শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পরিচয় মিলেছে পুড়িয়ে দেওয়া জোড়া লাশের

চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মাথাবিহীন দগ্ধ জোড়া লাশের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, জমি বিক্রির টাকার লেনদেন নিয়ে তাদের খুন করা হয়েছে। জোড়া খুনের পরিকল্পনাকারী সিরাজুল ইসলামকে আটকের পর তার দেওয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার রাতে আসলামপুর ইউনিয়নে মহিবুল্লাহর বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহতদের মাথা উদ্ধার করা হয়েছে। নিহত হলেন- দুলাল চন্দ্র শীল ও অমিত চন্দ্র শীল। তারা সম্পর্কে আপন ভাই। তাদের বাবার নাম উপেন্দ্র চন্দ্র শীল। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে নির্জন বাগানবাড়িতে ডেকে নেওয়া হয় দুলাল ও অমিতকে। পরদিন এক কৃষক মাথাবিহীন দুটি দেহ দেখতে পান। পুলিশে খবর দিলে তারা পোড়া লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, খুন করে দুজনের মাথা বিচ্ছিন্ন করে দেহ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর