শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী সাহেরা মার্কেট এলাকার টাস নিট ফ্যাশন লিমিটেড কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শিল্পপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, কর্মরত শ্রমিকরা গত এপ্রিলের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ পাওনা পরিশোধে নির্দিষ্ট সময় দিতে না পারায় শ্রমিকরা ক্ষুব্ধ হন। গতকাল সকালে উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুুপুরের দিকে তারা টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘মালিক আমাদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেন না। এপ্রিলের বেতন ও ঈদ বোনাস এখনো পাইনি। কখন পাওনা পরিশোধ করবেন সে বিষয়েও আমাদের কিছুই জানানো হয়নি।’ কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল বলেন, দ্রুতই বেতন-বোনাস পরিশোধ করা হবে।

-টঙ্গী প্রতিনিধি

 

ট্রিপল মার্ডারের প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে ট্রিপল মার্ডারের প্রধান আসামি রাকিবুল হাসান সৌরভকে (২০) গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর-মুন্সীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয় এবং আদালতে তিনি হত্যাকান্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ মার্চ গভীর রাতে ইভ টিজিংয়ের বিষয় নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ, সিহাব, শামীম পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অপর পক্ষের ইমন হোসেন পাঠান, সাকি হোসেন, আওলাদ হোসেন মিন্টু নিহত হন। এ ঘটনায় ২৫ মার্চ আওলাদ  হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার পুতুল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

-মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর