রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

পরকীয়ার কারণে আলমগীরকে হত্যা : পুলিশের ব্রিফিং

সাতক্ষীরা প্রতিনিধি

পরকীয়ার কারণে আলমগীরকে হত্যা : পুলিশের ব্রিফিং

সাতক্ষীরার আলোচিত আলমগীর হত্যাকান্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার কারণেই হত্যা করা হয় আলমগীর হোসেনকে। গতকাল সদর থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর থানার ওসি দেলোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও সদর সার্কেল সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান সামস উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, গত ৭ মে পুলিশ শহরের একটি পুকুর থেকে একই এলাকার আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জাকির এবং ইস্রাফিল নামের দুজনকে আটক করা হয়। উক্ত ঘটনার সঙ্গে জকিরের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। আটক ইস্রাফিল অকপটে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশ জানায়, নিহত আলমগীর ও ইস্রাফিল দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। একই এলাকার আবদুল জলিলের স্ত্রীর সঙ্গে আলমগীরের প্রেমের সম্পর্ক ছিল। জলিলের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আলমগীর  ইস্রাফিলের সঙ্গে পরামর্শ করে গত ৫ মে বিকালে তাকে (জলিলের স্ত্রীকে) ইস্রাফিলের এক আত্মীয়ের বাসায় রেখে আসে। পরের দিনে তাকে ঢাকা বা অন্য কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু আলমগীরের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় যেতে পারেনি। হত্যাকান্ডের পূর্ব মুহূর্তে ঘটনাস্থলে বসে আলমগীর ও ইস্রাফিলের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে উত্তেজিত হয়ে ইস্রাফিলের হাতে থাকা বিদ্যুতের তার দিয়ে আলমগীরের গলায় পেঁচিয়ে হত্যা করে।

  ইস্রাফিলের স্বীকারোক্তি মোতাবেক নিহত আলমগীরের ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার হয় এবং মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে নিহতের মা সুফিয়া খাতুন ওরফে হাজেরা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদের মধ্যে ইস্রাফিল আটক রয়েছে। বাকি আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর