সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

হাসপাতাল চত্বরে সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্তান প্রসব করেছেন মুক্তা বেগম। শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্টদের কাউকে না পেয়ে কমপ্লেক্সের ফটকের সামনে পুত্র সন্তান প্রসব করেন উজিরপুরের বাসিন্দা মো. শান্তর স্ত্রী মুক্তা বেগম। বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামে তার বাবার বাড়ি। মুক্তার স্বামী জানান, শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে অটোরিকশায় তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিক্সায় রোগী রেখে জরুরি বিভাগে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রায় ২০ মিনিট ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডাকাডাকি করেও কাউকে পাননি তিনি। এ সময় চিকিৎসাধীন অন্যান্য রোগীর নারী স্বজনদের সহযোগিতায় তার স্ত্রী মুক্তা বেগম ছেলে শিশুর জন্ম দেয়।

 এরপর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা ও ওই শিশু উভয়েই সুস্থ রয়েছে বলে জানান মো. শান্ত।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে আসার সঙ্গে সঙ্গেই ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। এ সময় তিনি একটি সন্তান প্রসব করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা সন্তান প্রসবে ওই নারীকে সহায়তা করেন বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর