বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে দরপত্র ছাড়াই সরকারি জমির গাছ কেটে নিয়েছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম। সরকারের কোনো নিয়মনীতি না মেনে তিনি এসব গাছ কেটেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পাশে পাগলার মাজার সংলগ্ন সরকারি জমির দুটি আম গাছ ও একটি কদম গাছ কাটার ঘটনা  ঘটে। জানা গেছে,উপজেলার দাঁতভাঙ্গা বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসটির অবস্থান। ইটের প্রাচীরবেষ্টিত চত্বর। প্রায় ১২ বিঘা জায়গা জুড়েই রয়েছে বেশকিছু পুরনো ও দামি বনজ ও ফলদ গাছ। আর উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পাগলা মাজার ও হাফিজিয়া মাদরাসার সামনেই স্তূপ করে রাখা হয়েছে কিছু কাটা আম গাছের ডালপালা। এক শ্রমিক বলেন চেয়ারম্যান  রেজাউল করিমের নির্দেশে আমরা সরকারি গাছগুলো কাটছি। স্থানীয় মোবাইল ব্যবসায়ী আবদুস সালাম,  হোটেল ব্যবসায়ী আবেদ আলীসহ আরও অনেকেই বলেন, কয়েকজন শ্রমিক   দাঁতভাঙ্গা ভূমি অফিসের সরকারি গাছগুলো কাটছেন।

সর্বশেষ খবর