বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

বাঁধ নির্মাণের নামে ২০ হাজার বৃক্ষ নিধন, সাতজনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাশের খাসজমি থেকে বৃক্ষ নিধনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় মামলাটি করেছেন। সম্প্রতি হাওরের মালাম বিলে বাঁধ নির্মাণের নামে হিজল-করচ-বরুণসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার বৃক্ষ কেটে নেয় আসামিরা। মামলার আসামিরা হলেন- বড়লেখা উপজেলার জয়নাল উদ্দিন, মুক্তাদির আলী, মশাঈদ আলী, রিয়াজ আলী, জয়নাল উদ্দিন, কালা মিয়া ও  সুরুজ আলী। মামলায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, জলজবৃক্ষ কাটার ঘটনায়  সাতজনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় মামলা হয়েছে। মামলায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। মামলার তদন্তে আর কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে।  বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর