বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের সর্ববৃহৎ সংগ্রহশালা নারায়ণগঞ্জে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের সর্ববৃহৎ সংগ্রহশালা শুভ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল জেলার সরকারি গণগ্রন্থাগারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, একই ছাদের নিচে দেশি-বিদেশি গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক জ্ঞানচর্চার অনন্য প্রতিষ্ঠান হবে এ সংগ্রহশালা। জাতির পিতার বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চা, গবেষণা ও সঠিক ইতিহাস সংরক্ষণ

এবং তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই সংগ্রহশালার উদ্দেশ্য। জ্ঞান ও মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চার জন্য আমাদের এ সর্ববৃহৎ সংগ্রহশালায় আপনিও বই প্রদান করতে পারেন।               -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

কুমিল্লার বরুড়ায় সিরাজুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত সিরাজুল ইসলাম আল আরাফাহ ইসলামী ব্যাংক বরুড়া শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত। তিনি পৌর শহরের পাঠানপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। এ বিষয়ে গতকাল বরুড়া থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়, সিরাজুল সোমবার রাতে মোটরসাইকেলে তার এক আত্মীয়কে আনার জন্য পদুয়ার বাজার বিশ্বরোড নামক স্থানে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে বরুড়া-কুমিল্লা সড়কের আমড়াতলী এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।     -কুমিল্লা প্রতিনিধি

 

নদে বাঁধ দিয়ে পোনা শিকার

ফরিদপুরের সদরপুর উপজেলার  চর বলাশিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ও রেণু-পোনা অবাধে নিধন করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরু থেকে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি আড়িয়াল খাঁ ও ভুবনেশ্বর নদের সংযোগ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে অবাধে পোনা মাছ নিধন করছেন। চলতি বছরও নদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে অবাদে রেণু পোনা ধরছেন স্থানীয়রা। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমিম বলেন, লকডাউনের কারণে এলাকা পরিদর্শন করতে পারছি না। লকডাউন শিথিল হলে ব্যবস্থা নেওয়া হবে।          -ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর