সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

দুবৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপের) সাবেক কর্মী ত্রিপুরা ওরফে সাগর (২৮) নিহত হয়েছেন। গতকাল সকালে মরাটিলা যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে। সাগর একই এলাকার মোহন ত্রিপুরার ছেলে। পুলিশ জানায়, সাগর ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে ওই সংগঠনের পক্ষে চাঁদাবাজি ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল। কয়েক বছর আগে সংগঠন ছেড়ে দেন। পানছড়ি থানার ওসি দুলাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  -খাগড়াছড়ি প্রতিনিধি

 

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল মডেল থানার শাক্তা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই এলাকার লিটনের মেয়ে লামিয়া (৪) ও ছেলে তামিম (২)। স্থানীয়রা জানায়, খেলতে গিয়ে পানিতে ডুবে যায় লামিয়া ও তামিম। পরে বাড়ির লোকজন ভাসমান অবস্থায় খাল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

 

পোশাক শ্রমিকদের টিকাদান শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরিকুল ইসলাম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ।      -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর