চাঁদপুরে মোটরসাইকেল চালকের লাশ পাঁচ কিলোমিটার টেনে নিয়ে গেল এক ট্রাকচালক। কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া, নাটোর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর- চাঁদপুর : গতকাল ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তার লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাকচালক। একপর্যায়ে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করেন। পরে ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন মিজি (৫০)। তিনি ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের বাসিন্দা। কুমিল্লা : দাঁড়ানো ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল ইসলাম (৪০), ফয়জার রহমান (৪০) ও লিটন (৪০)। নাটোর : সকালে সিংড়ায় বস্তা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আজাহার আলী (৭০) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি কলম গ্রামের বাসিন্দা। অপরদিকে বড়াইগ্রামের লাথুরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় অন্য একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বুধবার রাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৫) নামের এক চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত সাদ্দাম ওই উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালী : বুধবার রাতে হাতিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মান্নান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় রূপজান বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে