চাঁদপুরে মোটরসাইকেল চালকের লাশ পাঁচ কিলোমিটার টেনে নিয়ে গেল এক ট্রাকচালক। কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া, নাটোর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর- চাঁদপুর : গতকাল ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তার লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাকচালক। একপর্যায়ে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করেন। পরে ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন মিজি (৫০)। তিনি ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের বাসিন্দা। কুমিল্লা : দাঁড়ানো ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল ইসলাম (৪০), ফয়জার রহমান (৪০) ও লিটন (৪০)। নাটোর : সকালে সিংড়ায় বস্তা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আজাহার আলী (৭০) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি কলম গ্রামের বাসিন্দা। অপরদিকে বড়াইগ্রামের লাথুরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় অন্য একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বুধবার রাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৫) নামের এক চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত সাদ্দাম ওই উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালী : বুধবার রাতে হাতিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মান্নান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় রূপজান বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
ছয় জেলায় সড়কে ১০ প্রাণহানি
মোটরসাইকেল চালকের লাশ ৫ কিমি টেনে নিল ট্রাক
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর