গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিক্স কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে গতকাল দফায় দফায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। জানা যায়, ওই কারখানায় আয়রন সেকশনের তিন শ্রমিক মাসুদ, সাইফুল ও আশরাফের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে গত ১৯ জুলাই শোকজ করেন। এক পর্যায়ে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এ ঘটনার খবর অন্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ হয়ে গত মঙ্গলবার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ করেন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে আরও ১৪ জন শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন। এতে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল থেকে কারখানার ভিতরে অবস্থান নিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় কাউন্সিলর, পুলিশের উপস্থিতিতে শ্রম আইনানুসারে ওই ১৭ জন শ্রমিকের সব পাওনা পরিশোধ করে চাকরি থেকে বরখাস্ত করেন এবং অন্য শ্রমিকদের আজ বৃহস্পতিবার কাজে যোগদানের নির্দেশ প্রদান করেন।