শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বসুন্ধরাই দিছে বড় প্যাকেট

কিশোরগঞ্জে খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সবাই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সবাই

করোনার কারণে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার দিনমজুর ওসমানের বেকার সময় কাটছে বেশ কিছু দিন ধরে। সংসারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন তিনি। গতকাল সকালে বসুন্ধরার ত্রাণসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা ওসমান বলেন, ‘বসুন্ধরাই দিছে বড় প্যাকেট। এত জিনিস আর কেউ দেয় নাই।’ তার মতো তারাপাশা এলাকার গৃহকর্মী আকলিমা আক্তারসহ সবাই বসুন্ধরার খাদ্যসামগ্রী পেয়ে খুশি। একবেলা বা দুবেলা খেয়ে কোনো রকমে দিন কাটছে তাদের অনেকের। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রী তাদের আশার আলো দেখিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে বেশ কিছু দিন পেট ভরে খেতে পারবেন বলে তারা জানান। গতকাল সকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেকার শ্রমিক, দিনমজুর, গৃহকর্মীসহ ১৫০ জন দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে বসুন্ধরা গ্রুপ। প্রত্যেককে ১০ কেজি মিনিকেট চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি বসুন্ধরা আটা, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ৫০ গ্রাম করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া ও চারটি মাস্ক দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সৈয়দুজ্জামান আঞ্জু, জলধর সাহা, বিশ্বজিৎ দাস, অর্জুন সাহা, স্বপন কুমার কৈরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর