বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বজ্রপাতে ১৭ জন নিহত

মা-বাবা হারানো ৪ শিশুর সহায়তায় গ্রামবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মা-বাবা হারানো ৪ শিশুর সহায়তায় গ্রামবাসী

বজ্রপাতে মা-বাবাসহ নিকট আত্মীয়দের হারিয়ে অসহায় হয়ে পড়া চার শিশুর সাহায্যার্থে এগিয়ে এসেছে গ্রামবাসী। গত তিনদিন ধরে অসহায় শিশুগুলোর জন্য বাড়ির সামনেই পালাক্রমে অর্থ তোলার কাজ করছেন গ্রামের লোকজন। গত ৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের আল-মামুনের বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকায় যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারান ১৭ জন। এদের মধ্যে ১৬ জনের বাড়ি সদর উপজেলায় এবং একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার পাকা গ্রামে। এই ঘটনায় মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচি-ফুফু ও নানাসহ ১৬ জন আত্মীয়কে হারিয়ে অসহায় হয়ে পড়েছে সাদিকুল ইসলামের বড় ছেলে মানসিক ভারসাম্যহীন সিহাব (১৪), তার ছোট তিন বোন সোনিয়া (১০), তানিয়া (৮) ও তাজরিন (৫)। তাদের বাবা রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাত। কিন্তু মা-বাবাসহ ওই পরিবারের ৭ জন বজ্রপাতে নিহত হওয়ার পর এই চার শিশু অসহায় হয়ে পড়েছে। গত চারদিন ধরে তারা তার চাচির কাছে খাওয়া-দাওয়া করছে। কিন্তু তাদের পিতা এমন কোনো সঞ্চয় রেখে যাননি যে এই শিশুগুলো খেয়ে পরে বাঁচবে। এমন সময় তাদের সাহায্যের জন্য এলাকার মানুষজন এগিয়ে এসেছেন। তারা তাদের বাড়ির সামনে পালাক্রমে ওই পথে চলাচলকারী মানুষজনের কাছ থেকে আর্থিক সহায়তা উঠাচ্ছেন। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আজিজুর রহমান বলেন, বজ্রপাতে ১৭জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

সর্বশেষ খবর