উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, গ্রেফতার ১
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে তাকে হত্যা করতেই রামদা দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে ফারুক নামে তার এক কর্মচারী আহত হয়েছেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মাহবুব আলম নামে ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের এক ব্যক্তিকে হাতেনাতে রামদা ও লাঠিসোটাসহ স্থানীয় জনতা আটক করেন। মাহবুব বর্তমানে থানা হেফাজতে রয়েছে। হামলার ঘটনায় আহত ফারুক বাদী হয়ে পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও মাহবুবের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। -ময়মনসিংহ প্রতিনিধি
সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতারের দাবি
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
বরগুনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইমাম তাকি সানি নামে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দ্রুত সানিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উপজেলাবাসী। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তিতে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা ইমাম তাকি সানির মোবাইল ফোনে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। আমতলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু আলম নবীন বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি নিন্দানীয়। এ ঘটনায় জড়িত সানিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। -আমতলী প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মেইল গেট এলাকায় একটি রড তৈরির কারখানার শ্রমিক নুরুল ইসলাম গতকাল গুদামে গোডাউনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নুরুল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার লতিফসাঁই গ্রামের শামসুল ইসলামের ছেলে। জানা যায়, গুদামে ডিউটিকালে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সহকর্মীরা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পৌরসভার ভাংনাহাটির একটি কারখানায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। শরীফ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ভাংনাহাটিতে একটি মিলে কাজ করতেন শরীফ। -টঙ্গী ও শ্রীপুর প্রতিনিধি