ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য অইন উদ্দিনের (৭৫) ওপর নির্মম সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার ছেলেকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা বাদি হয়ে ভালুকা মডেল থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য অইন উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর মহল্লার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন তিনি অসুস্থ থাকায় মসজিদে যেতে পারেননি। এ সুযোগে স্থানীয় কতিপয় লোক চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘটনের প্রস্তাব দেন।
পরে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানান। বিকালে পূর্ব পরিকল্পিতভাবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইন উদ্দিনের ওপর সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর জখমের শিকার হন। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে ফজলুল হক (৫০) পিতাকে রক্ষা করতে আসলে তার হাত ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহিদি হানান জানান, ‘অইন উদ্দিনের মাথায় দুই পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও বয়স বেশি হওয়ায় তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ফজলুল হকের বাম হাতের কব্জির নিচের দুটি হাঁড় ভেঙেছে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        