রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

শেখ হাসিনার হাত ধরেই অগ্রযাত্রায় বাংলাদেশ : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে বাংলাদেশ। দেশের মানুষের জীবনযাত্রার মানসহ বেড়েছে গড় আয়ু। নারী ও শিশু উন্নয়নে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এক সময়ের যুদ্ধবিধ্বস্ত দেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের কারণে। আগামী প্রজন্মের জন্য উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে নবনির্মিত ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দা শমসাদ বেগম।       -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

কালিগঞ্জকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার

গাজীপুরের কালিগঞ্জ থানা এলাকা মাদক ও ইভটিজিং মুক্ত রাখতে নানা তৎপরতার কথা জানালেন কালিগঞ্জের ওসি আনিসুর রহমান। উপজেলার প্রাচীন চৌড়া মৌলভীবাড়ি জামে মসজিদে শুক্রবার জুমার খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জানেন, ইসলামে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। কালিগঞ্জ থানায়ও কোনো মাদক-ইভটিজিং ও জঙ্গি থাকবে না। যেখানে এ সব অপতৎপরতা দেখবেন, আমাদের জানাবেন। তথ্যদাতাকে সুরক্ষা দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ আপনাদের সেবক, সে কথাই আমি জানাতে এসেছি।’ পরে তিনি মসজিদের পাশে চৌড়া তাইয়্যেবা শামছুল হক ইসলামিক একাডেমি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।   -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর