মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ছেলের বিরুদ্ধে মায়ের জিডি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাকে দুমুঠো ভাত না দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ছেলের বিরুদ্ধে থানায় মামলা করার পর এবার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন জাহানারা আক্তার নামের এক বৃদ্ধা। গতকাল ধামরাই থানায় এসে এ জিডি করেন। জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের জাহানারা আক্তারের স্বামী প্রায় ২০ বছর আগে দুই মেয়ে ও এক ছেলে রেখে মারা যান। স্বামীর মৃত্যুর পরও ভালোই চলছিল সংসার। একমাত্র ছেলে ইবনে সালাম বিয়ে করার পর থেকেই মাকে নির্যাতন শুরু করে। ভরণপোষণ না দিয়ে মারধর করত।

করায় বাড়িতে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে সালিশ বৈঠকে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সালিশ বৈঠকেই ছেলে ইবনে সালাম বোন সাহিদা (৩৫) ও বোনের জামাই আবুল বাশার মোকছেদ (৫০)-কে মারধর করে। এ ঘটনায় মা জাহানারা বাদী হয়ে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে চলতি মাসের ১১ তারিখ ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ইবনে সালামকে গ্রেফতার করে আদালতে প্রেরণও করে। ছেলে ইবনে সালাম এ মামলায় আদালত থেকে জামিনে আসার পরই আবার মাকে মারধরসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মা জাহানারা নিরুপায় হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর