রনি দত্ত। রাঙামাটির দক্ষিণ কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২১ সালে ১৬ মার্চ জন্মনিবন্ধন করেছিলেন। এরপর ২০২১ সালে ৩ সেপ্টেম্বর অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য জন্মনিবন্ধন করা হয়। সে অনলাইন জন্মনিবন্ধনে রনি দত্তের নাম ঠিক থাকলেও জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দেখানো হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। শুধু রনি দত্ত নয়। একই অবস্থা কৃষ্ণা রানী দত্তের। তার স্থায়ী ঠিকানা কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডে থাকলেও অনলাইনে ডিজিটাল জন্মনিবন্ধনে দেখানো হয় কালিন্দাপুরের ৮ নম্বর ওয়ার্ডে। জন্মস্থানেও আনা হয় পরিবর্তন। রাঙামাটি ছাড়িয়ে উল্লেখ করা হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। এ সমস্যায় ভুগছেন সুমী নাগসহ আরও কয়েক হাজার পৌর বাসিন্দা। রাঙামাটির কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃদুল দত্ত অভিযোগ করে বলেন, তার ছেলে এবং সহধর্মিণী পুরনো জন্মনিবন্ধন (রেজিস্ট্রার) ঠিক ছিল। কিন্তু নতুন করে যখন সে পুরনো জন্মনিবন্ধন অনলাইনে (ডিজিটাল) করতে যায় সেখানে ভুলে ভরা। নামের বানান তো ঠিক নেই। জন্মস্থান রাঙামাটি হলেও উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে। এটা রিতিমতো নাগরিক হয়রানি। একই অভিযোগ রাঙামাটির রিজার্ভ বাজারের বাসিন্দা বাসু নাগের। তিনি বলেন, পুরনো জন্মনিবন্ধনে নাম ঠিক থাকলেও ডিজিটাল জন্মনিবন্ধনে নাম ভুল। ভুল জন্মনিবন্ধন নিয়ে মানুষ এখন মহাবিপদে। সংশোধন করতেও নানা হয়রানি। অভিযোগ রয়েছে, রাঙামাটি পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ডিজিটাল জন্মনিবন্ধনে পৌরবাসীর ভোগান্তি বাড়লেও দায় নিতে নারাজ পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, একটা সময় জন্মনিবন্ধন করা হতো রেজিস্ট্রারের মাধ্যমে। কিন্তু এখন অনলাইনে করা হচ্ছে। সেখানে ভুল হওয়ার কথা না। তবে ২০০৬-২০০৭ সালে জন্মনিবন্ধন তথ্যগত কিছুটা ঘটতি ছিল। সে মাশুল এখনো গুনছে পৌরসভা। পৌরসভা থেকে জন্মনিবন্ধনগুলো তৈরি করে দেওয়া হলেও অনলাইনে ডিজিটাল সংশোধন করা হয় রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ এটা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কিছুটা ভোগান্তির অভিযোগ রয়েছে। পৌরসভার হাতে থাকলে সে ভোগান্তি থাকত না। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি থেকে অনলাইন অর্থাৎ ডিজিটাল জন্মনিবন্ধনের কার্যক্রম শুরু করে রাঙামাটি পৌরসভা। সে থেকে ভুলে ভরা জন্মনিবন্ধনের ভোগান্তিতে রয়েছে রাঙামাটি পৌরবাসিন্দারা।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ