রনি দত্ত। রাঙামাটির দক্ষিণ কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২১ সালে ১৬ মার্চ জন্মনিবন্ধন করেছিলেন। এরপর ২০২১ সালে ৩ সেপ্টেম্বর অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য জন্মনিবন্ধন করা হয়। সে অনলাইন জন্মনিবন্ধনে রনি দত্তের নাম ঠিক থাকলেও জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দেখানো হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। শুধু রনি দত্ত নয়। একই অবস্থা কৃষ্ণা রানী দত্তের। তার স্থায়ী ঠিকানা কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডে থাকলেও অনলাইনে ডিজিটাল জন্মনিবন্ধনে দেখানো হয় কালিন্দাপুরের ৮ নম্বর ওয়ার্ডে। জন্মস্থানেও আনা হয় পরিবর্তন। রাঙামাটি ছাড়িয়ে উল্লেখ করা হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। এ সমস্যায় ভুগছেন সুমী নাগসহ আরও কয়েক হাজার পৌর বাসিন্দা। রাঙামাটির কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃদুল দত্ত অভিযোগ করে বলেন, তার ছেলে এবং সহধর্মিণী পুরনো জন্মনিবন্ধন (রেজিস্ট্রার) ঠিক ছিল। কিন্তু নতুন করে যখন সে পুরনো জন্মনিবন্ধন অনলাইনে (ডিজিটাল) করতে যায় সেখানে ভুলে ভরা। নামের বানান তো ঠিক নেই। জন্মস্থান রাঙামাটি হলেও উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে। এটা রিতিমতো নাগরিক হয়রানি। একই অভিযোগ রাঙামাটির রিজার্ভ বাজারের বাসিন্দা বাসু নাগের। তিনি বলেন, পুরনো জন্মনিবন্ধনে নাম ঠিক থাকলেও ডিজিটাল জন্মনিবন্ধনে নাম ভুল। ভুল জন্মনিবন্ধন নিয়ে মানুষ এখন মহাবিপদে। সংশোধন করতেও নানা হয়রানি। অভিযোগ রয়েছে, রাঙামাটি পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ডিজিটাল জন্মনিবন্ধনে পৌরবাসীর ভোগান্তি বাড়লেও দায় নিতে নারাজ পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, একটা সময় জন্মনিবন্ধন করা হতো রেজিস্ট্রারের মাধ্যমে। কিন্তু এখন অনলাইনে করা হচ্ছে। সেখানে ভুল হওয়ার কথা না। তবে ২০০৬-২০০৭ সালে জন্মনিবন্ধন তথ্যগত কিছুটা ঘটতি ছিল। সে মাশুল এখনো গুনছে পৌরসভা। পৌরসভা থেকে জন্মনিবন্ধনগুলো তৈরি করে দেওয়া হলেও অনলাইনে ডিজিটাল সংশোধন করা হয় রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ এটা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কিছুটা ভোগান্তির অভিযোগ রয়েছে। পৌরসভার হাতে থাকলে সে ভোগান্তি থাকত না। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি থেকে অনলাইন অর্থাৎ ডিজিটাল জন্মনিবন্ধনের কার্যক্রম শুরু করে রাঙামাটি পৌরসভা। সে থেকে ভুলে ভরা জন্মনিবন্ধনের ভোগান্তিতে রয়েছে রাঙামাটি পৌরবাসিন্দারা।
শিরোনাম
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
ভুলে ভরা জন্মনিন্ধনে ভোগান্তি
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর