রনি দত্ত। রাঙামাটির দক্ষিণ কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২১ সালে ১৬ মার্চ জন্মনিবন্ধন করেছিলেন। এরপর ২০২১ সালে ৩ সেপ্টেম্বর অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য জন্মনিবন্ধন করা হয়। সে অনলাইন জন্মনিবন্ধনে রনি দত্তের নাম ঠিক থাকলেও জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দেখানো হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। শুধু রনি দত্ত নয়। একই অবস্থা কৃষ্ণা রানী দত্তের। তার স্থায়ী ঠিকানা কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডে থাকলেও অনলাইনে ডিজিটাল জন্মনিবন্ধনে দেখানো হয় কালিন্দাপুরের ৮ নম্বর ওয়ার্ডে। জন্মস্থানেও আনা হয় পরিবর্তন। রাঙামাটি ছাড়িয়ে উল্লেখ করা হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। এ সমস্যায় ভুগছেন সুমী নাগসহ আরও কয়েক হাজার পৌর বাসিন্দা। রাঙামাটির কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃদুল দত্ত অভিযোগ করে বলেন, তার ছেলে এবং সহধর্মিণী পুরনো জন্মনিবন্ধন (রেজিস্ট্রার) ঠিক ছিল। কিন্তু নতুন করে যখন সে পুরনো জন্মনিবন্ধন অনলাইনে (ডিজিটাল) করতে যায় সেখানে ভুলে ভরা। নামের বানান তো ঠিক নেই। জন্মস্থান রাঙামাটি হলেও উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে। এটা রিতিমতো নাগরিক হয়রানি। একই অভিযোগ রাঙামাটির রিজার্ভ বাজারের বাসিন্দা বাসু নাগের। তিনি বলেন, পুরনো জন্মনিবন্ধনে নাম ঠিক থাকলেও ডিজিটাল জন্মনিবন্ধনে নাম ভুল। ভুল জন্মনিবন্ধন নিয়ে মানুষ এখন মহাবিপদে। সংশোধন করতেও নানা হয়রানি। অভিযোগ রয়েছে, রাঙামাটি পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ডিজিটাল জন্মনিবন্ধনে পৌরবাসীর ভোগান্তি বাড়লেও দায় নিতে নারাজ পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, একটা সময় জন্মনিবন্ধন করা হতো রেজিস্ট্রারের মাধ্যমে। কিন্তু এখন অনলাইনে করা হচ্ছে। সেখানে ভুল হওয়ার কথা না। তবে ২০০৬-২০০৭ সালে জন্মনিবন্ধন তথ্যগত কিছুটা ঘটতি ছিল। সে মাশুল এখনো গুনছে পৌরসভা। পৌরসভা থেকে জন্মনিবন্ধনগুলো তৈরি করে দেওয়া হলেও অনলাইনে ডিজিটাল সংশোধন করা হয় রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ এটা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কিছুটা ভোগান্তির অভিযোগ রয়েছে। পৌরসভার হাতে থাকলে সে ভোগান্তি থাকত না। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি থেকে অনলাইন অর্থাৎ ডিজিটাল জন্মনিবন্ধনের কার্যক্রম শুরু করে রাঙামাটি পৌরসভা। সে থেকে ভুলে ভরা জন্মনিবন্ধনের ভোগান্তিতে রয়েছে রাঙামাটি পৌরবাসিন্দারা।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
ভুলে ভরা জন্মনিন্ধনে ভোগান্তি
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
.jpg)
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর