রনি দত্ত। রাঙামাটির দক্ষিণ কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২১ সালে ১৬ মার্চ জন্মনিবন্ধন করেছিলেন। এরপর ২০২১ সালে ৩ সেপ্টেম্বর অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য জন্মনিবন্ধন করা হয়। সে অনলাইন জন্মনিবন্ধনে রনি দত্তের নাম ঠিক থাকলেও জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দেখানো হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। শুধু রনি দত্ত নয়। একই অবস্থা কৃষ্ণা রানী দত্তের। তার স্থায়ী ঠিকানা কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডে থাকলেও অনলাইনে ডিজিটাল জন্মনিবন্ধনে দেখানো হয় কালিন্দাপুরের ৮ নম্বর ওয়ার্ডে। জন্মস্থানেও আনা হয় পরিবর্তন। রাঙামাটি ছাড়িয়ে উল্লেখ করা হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী। এ সমস্যায় ভুগছেন সুমী নাগসহ আরও কয়েক হাজার পৌর বাসিন্দা। রাঙামাটির কালিন্দাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃদুল দত্ত অভিযোগ করে বলেন, তার ছেলে এবং সহধর্মিণী পুরনো জন্মনিবন্ধন (রেজিস্ট্রার) ঠিক ছিল। কিন্তু নতুন করে যখন সে পুরনো জন্মনিবন্ধন অনলাইনে (ডিজিটাল) করতে যায় সেখানে ভুলে ভরা। নামের বানান তো ঠিক নেই। জন্মস্থান রাঙামাটি হলেও উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে। এটা রিতিমতো নাগরিক হয়রানি। একই অভিযোগ রাঙামাটির রিজার্ভ বাজারের বাসিন্দা বাসু নাগের। তিনি বলেন, পুরনো জন্মনিবন্ধনে নাম ঠিক থাকলেও ডিজিটাল জন্মনিবন্ধনে নাম ভুল। ভুল জন্মনিবন্ধন নিয়ে মানুষ এখন মহাবিপদে। সংশোধন করতেও নানা হয়রানি। অভিযোগ রয়েছে, রাঙামাটি পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ডিজিটাল জন্মনিবন্ধনে পৌরবাসীর ভোগান্তি বাড়লেও দায় নিতে নারাজ পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, একটা সময় জন্মনিবন্ধন করা হতো রেজিস্ট্রারের মাধ্যমে। কিন্তু এখন অনলাইনে করা হচ্ছে। সেখানে ভুল হওয়ার কথা না। তবে ২০০৬-২০০৭ সালে জন্মনিবন্ধন তথ্যগত কিছুটা ঘটতি ছিল। সে মাশুল এখনো গুনছে পৌরসভা। পৌরসভা থেকে জন্মনিবন্ধনগুলো তৈরি করে দেওয়া হলেও অনলাইনে ডিজিটাল সংশোধন করা হয় রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ এটা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কিছুটা ভোগান্তির অভিযোগ রয়েছে। পৌরসভার হাতে থাকলে সে ভোগান্তি থাকত না। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি থেকে অনলাইন অর্থাৎ ডিজিটাল জন্মনিবন্ধনের কার্যক্রম শুরু করে রাঙামাটি পৌরসভা। সে থেকে ভুলে ভরা জন্মনিবন্ধনের ভোগান্তিতে রয়েছে রাঙামাটি পৌরবাসিন্দারা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ভুলে ভরা জন্মনিন্ধনে ভোগান্তি
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর