শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছাত্রলীগের তিন সদস্যের কমিটিও বিতর্কিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন অপু, সাধারণ সম্পাদক মো. তুহিন হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র বৈষ্ণব। কমিটির এ তিনজনের বিরুদ্ধে কেন্দ্রীয় দফতর সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার সাত ইউনিয়নের সভাপতি ও সম্পাদক। তারা অভিযোগ করেন- সভাপতি প্রবাসী ছিলেন, সাধারণ সম্পাদক ছাত্রদল থেকে এসেছেন, সাংগঠনিক সম্পাদক মাদকের সঙ্গে জড়িত। বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনিছুর রহমান লিটন বলেন, এ কমিটি অবৈধ। সভাপতি বিবাহিত। তার সন্তান আছে। সাধারণ সম্পাদক বিবাহিত ও ছাত্রত্ব নেই। তিনি ছাত্রদল করতেন। সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টার অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে উপজেলার সাত ইউনিয়নের সভাপতি ও সম্পাদক কেন্দ্রীয় দফতর সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। নবগঠিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন অপু বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমি বিদেশে গিয়েছি, তবে আমার বোন-জামাতার কাছে। আমি কোনো চাকরি করিনি। আমি বিয়ে করলে তাদের প্রমাণ দেখাতে বলেন।     -কুমিল্লা প্রতিনিধি

কাদের মির্জার বিরুদ্ধে মার্কেট ভাঙার অভিযোগ

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার মার্কেট ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মার্কেটের ১০-১২ জন ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদী সুপার মার্কেটের একটি অংশে গতকাল এ ভাংচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, তারা তিন ভাই-বোন ও মাসহ পাঁচজন এই মার্কেটের মালিক। ১৯৯৯ সালে প্ল্যান মোতাবেক তারা দ্বিতল মার্কেট নির্মাণ করেন। তিনি বলেন, ২০২০ সালের শুরুর দিকে পৌর মেয়র আবদুল কাদের মির্জা আমাদের মার্কেটের কিছু অংশ সরকারি জায়গায় পড়েছে বলে চিঠি দেন। ওই চিঠির বিরুদ্ধে তারা আদালতে মামলা করেন। গত বছরের ৩ মার্চ আদালত থেকে মার্কেটের বিষয়ে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার জন্য আদেশ জারি করা হয়। তিনি বলেন, কাদের মির্জা রাজনৈতিক প্রতিহিংসাবশত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল  মার্কেটের ১০-১২ দোকান ভেঙে দিয়েছেন। এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন।           -নোয়াখালী প্রতিনিধি

 

ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন লিপি ওসমান

ক্যান্সার আক্রান্ত এক যুবকের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। গতকাল তিনি ওই যুবকের হাতে চিকিৎসার খরচ পৌঁছে দেন। জানা যায়, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে রেক্টামের ডিজিজে ভুগছিলেন। বর্তমানে তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে ডা. লায়লা শিরিনের অধীনে চিকিৎসা নিচ্ছেন। আর্থিক সমস্যা ও মায়ের অসুস্থতার কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। খবর পেয়ে গতকাল লিপি ওসমান ওই যুবকের এই চারটি কেমোথেরাপির খরচ এবং নগদ টাকা দিয়েছেন। তার এখনো ২৭টি রেডিওথেরাপি এবং ওষুধপত্র দরকার।

এ বিষয়ে লিপি ওসমান জানান, ‘জহিরুলের চিকিৎসার জন্য আরও অনেক টাকা দরকার। সবাই একটু একটু করে সাহায্যের হাত বাড়ালে ওই যুবক ক্যান্সার নিরাময়ের জন্য বাকি চিকিৎসা করাতে পারবেন।                -নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে নির্বাচনী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভা করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় নাওড়া এলাকায় ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইমলাম। বক্তৃতা করেন, মিজানুর রহমান, অ্যাডভোকেট আবদুল আউয়াল, মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।     -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

পিতা হত্যা মামলায় পুত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে পিতাকে কুপিয়ে হত্যার মামলায় ঘাতক ছেলে বাপ্পিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে কদমরসুল কলেজ মাঠপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত বিল্লাল শেখ বন্দরের একরামপুর এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি শরিয়তপুরের নড়িয়ায়। মামলা সূত্রে জানা যায়, বাবার দ্বিতীয় বিয়েতে অসন্তুষ্ট ছিল প্রথম স্ত্রীর ছেলে বাপ্পি। গত ২৪ সেপ্টেম্বর ভোরে মা-বাবার রুমে ঢুকে তাদের ছুরিকাঘাত করে বাপ্পি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। আহত আমেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিল্লাল শেখের ছোট ভাই হেলাল বাপ্পির বিরুদ্ধে মামলা করেন।      -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর