মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাহাড়ে দুর্গোৎসব

রাঙামাটি প্রতিনিধি

ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসর ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত পাহাড়। উৎসবের সাজে মন্ডপে মন্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহাধুমধামের যেন শেষ নেই। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গতকাল মহাষষ্ঠী পূজায় সকাল থেকে মন্ডপে মন্ডপে ভিড় জমায় সনাতন ধর্মাবলম্বীর ভক্ত অনুরাগীরা। পার্বত্যাঞ্চলে শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, ত্রিপুরা সম্প্রদায়ও পালন করে থাকে। তাই এবার দুর্গোৎসবে যোগ হয়েছে ভিন্নমাত্র। ত্রিপুরা নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে ভিড় করছে মন্ডপে মন্ডপে। মেতেছে নানা আচার-অনুষ্ঠানে। নাচের তাল আর গানের সুরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

 পাহাড়জুড়ে। জানা গেছে, এবার রাঙামাটির জেলার ৪১টি পূজামন্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জেলার গীতাশ্রম মন্দিরের পুরোহিত পুলক চক্রবর্তী বলেন, সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয়  দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এরপর দেবীপক্ষের শেষ দিনটি হলো কোজাগরী পূর্ণিমা। এ দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন জানান, রাঙামাটির পূজামন্ডপে পূজা উৎসব শুরু হয়েছে। দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে পূজামন্ডবে আসেন তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  অন্যদিকে পূজামন্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছে পুলিশ, জানান রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর